১০ দিনে সাপে কেটেছে ১১২ জনকে লক্ষ্মীপুরে

১০ দিনে সাপে কেটেছে ১১২ জনকে লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার সঙ্গে ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক।

 

১০ দিনে সাপে কেটেছে ১১২ জনকে লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার সঙ্গে ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক। বাড়িঘরে ঢুকে ও হাঁটাচলার সময় ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে ১১২ জনকে কামড় দিয়েছে সাপে। এর মধ্যে সদর হাসপাতালে ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর গতকাল বিষয়টি নিশ্চিত করেন।  সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানিবন্দি। গর্তে থাকা সাপ বের হয়ে ছড়িয়ে পড়েছে।

 

 

এসব এলাকায় মানুষের নানা প্রয়োজনে চলাচল করতে হয় পানি মাড়িয়ে। অনেকে পানিতে ডুবে থাকা বাড়িতেই অবস্থান করছেন। ছড়িয়ে ছিটিয়ে পড়া সাপের কামড়ে বিভিন্ন স্থানে আক্রান্ত হচ্ছেন মানুষ। জেলা সদরসহ চারটি হাসপাতালে ১১২ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এর মধ্যে সদর হাসপাতালে ৮০, রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, রামগঞ্জে ১৪ ও কমলনগর চিকিৎসা দেওয়া হয়েছে ১১ জনকে। লক্ষ্মীপুরের সিভিল সার্জন আহাম্মদ কবীর বলেন, সাপে কাটা রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এখনো পর্যন্ত যাদের সাপে কামড়িয়েছে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে ভ্যাকসিন দেওয়ার পরই বাড়ি ফিরেছেন। কয়েকজনকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন:

Leave a Comment