লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘট নিহত ২, আহত ৯

সড়ক দূর্ঘট নিহত ২, আহত ৯ – লক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দূর্ঘটনায় পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩) নামে দুইজন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদেরকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘট নিহত ২, আহত ৯

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ শনিবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সদরের উত্তর হামছাদি বাস বাজার ও পিয়ারাপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এ সব হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা-মোটরসাইকেল দুইটি প্রায় সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে পিয়াস সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ আরো ৫ জন আহত হয়। পরে সদর হাসপাতালে নেয়ার পর পিয়াসকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে আহত সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।
একইদিন সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন নামে আরও এক যুবক মারা গেছে। ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

Leave a Comment