লালমাই উপজেলা

লালমাই উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা। কুমিল্লা জেলার লালমাই পাহাড়ের নামে এ উপজেলার নামকরণ করা হয়েছে। কুমিল্লা জেলার দক্ষিণ-মধ্যাংশে লালমাই উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, পূর্বে চৌদ্দগ্রাম উপজেলা, দক্ষিণে নাঙ্গলকোট উপজেলা ও লাকসাম উপজেলা এবং পশ্চিমে বরুড়া উপজেলা অবস্থিত। লালমাই উপজেলায় বর্তমানে ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম লালমাই থানার আওতাধীন। এ উপজেলার আয়তন ১৪৭ দশমিক শূন্য ৩ বর্গকিলোমিটার । এ উপজেলার জনসংখ্যা ২ লাখ ২০ হাজার ৩২ জন।

 

লালমাই উপজেলা | লক্ষ্মীপুর জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

লালমাই উপজেলা | লক্ষ্মীপুর জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

লালমাই উপজেলা | লক্ষ্মীপুর জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

২০১৭ সালের ০৯ জানুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮টি ইউনিয়ন (বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর এবং বেলঘর দক্ষিণ) ও লাকসাম উপজেলার একটিসহ (বাকই উত্তর) মোট ০৯টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়। এটি প্রতিষ্ঠার দিক থেকে কুমিল্লার ১৭তম এবং বাংলাদেশের ৪৯১তম উপজেলা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ 

কোম্পানীগঞ্জ উপজেলা | নোয়া-খালী জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

১ thought on “লালমাই উপজেলা”

Leave a Comment