লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার,লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১০ জন।আজ সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় নতুন করে ছয়জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে র‍্যাব চারজনকে ও পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল, আওয়ামী লীগ কর্মী রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন। এর মধ্যে মশিউর মামলার দ্বিতীয়, ফয়সাল তৃতীয় ও রুবেল ১১ নম্বর আসামি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

lলক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

 

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

এ ছাড়া পুলিশ গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফারুক হোসেন ও আরমান হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৪০) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম (৩৫) নিহত হন। রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার–সংলগ্ন

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নাগেরহাট সড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গত বুধবার রাতে নিহত নোমানের ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজ দুপুরে বলেন, নোমান-রাকিব খুনের ঘটনায় র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ ছাড়া পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

 

lলক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

 

আরও পড়ুন :

১ thought on “লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার”

Leave a Comment