লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার ২৩ দিন পর আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার ২৩ দিন পর আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার,লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় প্রধান আসামি আবুল কাশেম জিহাদীকে ঘটনার ২৩ দিন পর বুধবার বহিষ্কার করা হয়েছে।আবুল কাশেম জিহাদী সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্বে ছিলেন। আজ বুধবার রাতে চন্দ্রগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল ওহাবের সই করা চিঠি থেকে এই তথ্য পাওয়া গেছে।

 

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার ২৩ দিন পর আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

 

 

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার ২৩ দিন পর আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

আবুল কাশেম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে আবুল কাশেম জিহাদীকে। হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়।

নোমান-রাকিব হত্যাকাণ্ডের ২৩ দিন পর কেন বহিষ্কারের সিদ্ধান্ত, এ বিষয়ে জানতে চাইলে আবুল কাশেম চৌধুরী আরও জানান, হত্যাকাণ্ডের পর তাঁরা ২ মে আবুল কাশেম জিহাদীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকায় তখন চিঠি দেওয়া যায়নি।২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।

 

 

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার ২৩ দিন পর আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

 

ঘটনার পর থেকে আবুল কাশেম জিহাদী লাপাত্তা। মুঠোফোন বন্ধ থাকা তাঁর বক্তব্য জানা যায়নি।১৯৯৬ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতি শুরু আবুল কাশেম জিহাদীর। ২০২২ সালে ১ জুন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে আবুল কাশেম জিহাদীকে সাংগঠনিক সম্পাদক করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক।

আরও পড়ুন:

৬ thoughts on “লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার ২৩ দিন পর আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার”

Leave a Comment