নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার – লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরকসহ চার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে কামানখোলা এলাকা থেকে সুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
লক্ষ্মীপুরে হত্যাসহ ৪ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
মারুফ হোসেন সুজন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলা কামানখোলা এলাকার নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোররাতে তাঁরা কামানখোলা এলাকা থেকে মারুফ হোসেন সুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে তিন শিক্ষার্থী হত্যা মামলাসহ চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, সুজনকে তিন শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গণি ও সাব্বির হোসেন হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসব মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: