লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলার ১২ আসামির সবাই খালাস

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলার ১২ আসামির সবাই খালাস,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ (২৬) হত্যা মামলার ১২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত ১১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর এক আসামি তানজিল হায়দার রিয়াজ শুরু থেকেই পলাতক আছেন।

 

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলার ১২ আসামির সবাই খালাস

 

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলার ১২ আসামির সবাই খালাস

খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাহাঙ্গীর, নুরে হেলাল মামুন, মো. রিয়াজ, মোস্তফা কামাল, মো. হারুন, জহির সরদার, রফিক উল্যাহ সোহাগ, রাকিব হোসেন প্রকাশ ওরফে রাজু, মো. মুসলিম, মো. মাসুদ ও মো. সোহেল।এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, হত্যার ঘটনায় সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ করেননি। ঘটনাটি সরাসরি দেখেছেন বলেও কোনো সাক্ষী বলেননি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এতে আদালতে অভিযোগও প্রমাণিত হয়নি। তা ছাড়া এ মামলায় কোনো আসামি ১৬৪ ধারায় জবানবন্দিও দেননি। ফলে আদালত আসামিদের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন।রায়ের পর হতাশ হয়ে পড়েছেন নিহত মিরাজের বাবা আবুল কালাম ও মিরাজের ভাই রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন বলেন, তাঁর ভাইকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ থেকে কখনো তাঁদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি।

 

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলার ১২ আসামির সবাই খালাস

 

রায়ে সবাইকে খালাস দেওয়া হয়েছে। তাহলে তাঁর ভাইকে হত্যা করল কে? তাঁরা এ রায়ে সন্তুষ্ট নন, উচ্চ আদালতে এ বিষয়ে আপিল করবেন।মামলার সংক্ষিপ্ত বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, মিরাজ হত্যা মামলায় একাধিকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ৫ মে তদন্ত কর্মকর্তা ও লক্ষ্মীপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মোজাম্মেল হোসেন আদালতে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

Leave a Comment